মাগুরানিউজ.কম:
পূর্ব পাকিস্তান পুলিশ দল ও ঢাকা ওয়ারী এবং রহমতগঞ্জ ক্লাবের সাবেক কৃতি ফুটবলার মাগুরার কৃতি সন্তান মঈন উদ্দিন মোহন (৭০) ইন্তেকাল করেছেন। (ইন্না—রাজেউন)।
বৃহস্পতিবার ভোররাতে মাগুরা শহরের পারলা গ্রামের নিজ বাড়ীতে তিনি বার্ধক্য জনিত কারনে শেষ নিশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, ৩ পুত্র ও ১ কন্যাসহ অসংখ্য গুনাগ্রাহী রেখে গেছেন। তার মৃত্যুতে গভীর শোক জানিয়ে তার শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী বীরেন সিকদার, বিএনপি জেলা সভাপতি কবীর মুরাদ সদর উপজেলা চেয়ারম্যান নাজিম উদ্দিন, পৌর মেয়র ইকবাল আকতার খান কাফুরসহ জেলা ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক মকবুল হোসেন।
বৃহস্পতিবার বাদ আসর মরহুমের নিজ বাড়িতে জানাযা শেষে তাকে মাগুরা পৌর কবর স্থানে দাফন করা হয়।