মাগুরায় যুবকের গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ

বিশেষ প্রতিবেদক-

মাগুরা শহরের দরি মাগুরা আল আমিন এতিমখানা এলাকায় তীর্থ রুদ্র (২২)নামেএক যুবকের ক্ষত বিক্ষত লাশ উদ্ধার করেছে পুলিশ। সে পুরাতন বাজার এলাকার নিমাই রুদ্রর ছেলে। অজ্ঞাত দূবৃত্তরা গত রাতে তাকে জবাই করে হত্যা করে সেখানে ফেলে রেখে যায়। আজ সকালে এলাকবাসির খবরের ভিত্তিতে তীর্থ রুদ্রের লাশ উদ্ধার করে।

মাগুরা সদর থানার অফিসার্স ইনচার্জ (ওসি) মেহেদী রাসেল জানান, গত সোমবার রাত সাড়ে ৯টার দিকে বাড়ি থেকে বের হয়ে রাতে সে আর বাড়িতে ফেরেনি। আজ মঙ্গলবার সকাল সাতটার দিকে স্থানীয় লোকজনের খবরে দরি মাগুরা আল আমিন ট্রাস্ট এর মাদ্রাসা সংলগ্ন পুকুরপাড় থেকে তার গলাকাটা মরদেহ উদ্ধার করি। নিহত তীর্থের পরিবারের লোকজন থানায় এসে মৃতদেহ সনাক্ত করে। নিহতের গলায় এবং মাথায় আঘাতের চিহ্ন রয়েছে। নিহত তীর্থ রুদ্রের পরনে কালো প্যান্ট ও টি শার্ট রয়েছে।

এলাকাবাসি জানিয়েছে, তীর্থ যেখানে খুন হয়েছে ওই এলাকাটি মাদকের স্পট হিসেবে চিহিৃত। এখন সে ওইখানে বিভাবে এলো এবং কিভাবে খুন হয়েছে বোঝা যাচ্ছে না। তবে এর সাথে মাদকের যোগসূত্র থাকলেও থাকতে পারে। পুলিশ আরো জানায়, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এটি পরিকল্পিত হত্যাকান্ড। ইতিমধ্যে পুলিশ বিষয়টি নিয়ে কাজ শুরু করেছে। লাশের ময়না তদন্তের পর অনেক তথ্য পাওয়া যাবে বলে তিনি জানান।

January ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Dec    
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

January ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Dec    
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
%d bloggers like this: