মাগুরানিউজ.কম: মাগুরা আসাদুজ্জামান স্টেডিয়ামে বৃহস্পতিবার বিকেল সাড়ে ৪টারদিকে শুরু হয়েছে আন্তঃউপজেলা জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল লীগ-২০১৪।
যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী অ্যাডভোকেট শ্রী বীরেন শিকদার এমপি মাগুরা জেলা ক্রীড়া সংস্থা আয়োজিত এ ফুটবল লীগের উদ্বোধন করেন ।
মাগুরার ভারপ্রাপ্ত জেলা প্রশাসক রাহাত আনোয়ারের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- মাগুরার পুলিশ সুপার জিহাদুল কবির, জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি আবু নাসির বাবলু ও জেলার চার উপজেলা নির্বাহী কর্মকর্তা।
উদ্বোধনী দিনে মাগুরা সদর উপজেলা একাদশ মহম্মদপুর উপজেলা একাদশের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করে।
উদ্বোধনী খেলায় মহম্মদপুর উপজেলা দল মাগুরা সদর উপজেলা দলকে ২-০ গোলে পরাজিত করে।
মহম্মদপুর উপজেলা একাদশের পক্ষে আফিকান খেলোয়াড় জন ও লাকী একটি করে গোল করেন।