মহসিন মোল্যা, বিশেষ প্রতিবেদক-
শ্রীপুর উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান গঙ্গা-কপোতাক্ষ আইডিয়াল ডিগ্রি কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে কলেজ সবুজ চত্বরে এ প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়।
ক্রীড়া অনুষ্ঠানে কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার ও গঙ্গা-কপোতাক্ষ আইডিয়াল ডিগ্রি কলেজের পরিচালনা পর্ষদের সভাপতি মোহাম্মদ আলী জিন্নাহ্ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন শিক্ষা প্রকৌশলী অধিদপ্তরের ঢাকা মেট্রো সার্কেলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো. হাসান শওকত।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাগুরা শিক্ষা প্রকৌশলী অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী সরকার হারুন-অর-রশিদ, কাদিরপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আইয়ুব হোসেন খান, গঙ্গা-কপোতাক্ষ আইডিয়াল ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ অসিত বরন চক্রবর্তী প্রমুখ।
Like this:
Like Loading...