মাগুরানিউজ.কমঃ

বিশ্বাস করুন আর না-ই করুন, একটি মোটরসাইকেল বিক্রি হয়েছে ১০ কোটির বেশি টাকায়। এ পরিমাণ টাকায় বাংলাদেশে ১ হাজার মোটরসাইকেল কেনা সম্ভব।
কেন এ বাইকের দাম এত বেশি, জানতে ইচ্ছে হচ্ছে নিশ্চয়? প্রথমত, যুক্তরাষ্ট্রের মোটরসাইকেল প্রস্তুতকারী প্রতিষ্ঠান হারলে-ডেভিডসন এটি তৈরি করে আজ থেকে ৬৩ বছর আগে, সেই ১৯৫১ সালে। এ মডেলের আর কোনো বাইক এখন আর পাওয়া যায় না।
দ্বিতীয়ত, ১৯৬৯ সালে মুক্তি পাওয়া হলিউডের সিনেমা ইজি রাইডার-এ এটি ব্যবহৃত হয়। বাইকটিকে কেন্দ্র করে সিনেমার চরিত্রগুলো গতিময় হয়ে ওঠে। সিনেমাটির কেন্দ্রীয় চরিত্র ‘পিটার ফন্ডা’ ছিলেন এর চালক। ছবিটি সে সময় তুমুল জনপ্রিয়তা পায়। বাইকটি নিয়ে ফন্ডা ও তার সহযোগী ডেনিস হপার যুক্তরাষ্ট্র পরিদর্শনে বের হন।
প্রধানত এই দুই কারণে হারলে-ডেভিডসন কোম্পানির মোটরসাইকেলটি ওই পরিমাণ অর্থ দিয়ে কিনে নিয়েছেন একজন মার্কিন ক্রেতা। তার নাম প্রকাশ করা হয়নি।
শনিবার যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে নিলামে এটি বিক্রি হয় ৮ লাখ ৪০ হাজার পাউন্ডে, টাকার পরিমাণে দাঁড়ায় প্রায় ১০ কোটি ২৫ লাখ (১ পাউন্ড সমান ১২২ টাকা ধরে)।
তথ্যসূত্র : মিরর অনলাইন।