আপনাদের সন্তানদেরকে সঠিক শিক্ষায় শিক্ষিত করে গড়ে তুলতে হবে- মশিউর রহমান

মনিরুল ইসলাম, বিশেষ প্রতিবেদক-
শালিখা উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে । এই অনুষ্ঠানে এস,এস,সি, এইচ,এস,সি, দাখিল,ও আলিম এর যে সকল শিক্ষার্থী উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠত্ব অর্জন করেছে তাদের কে সম্মননা ক্রেস্ট ,সার্টিফিকেট ও এসএসসি ১০ হাজার করে ১৭ জন এবং এইচএসসি ২৫ হাজার করে ১৫ জনকে নগদ অর্থ প্রদান করা হয়। পারফরমেন্স বেজড গ্র্যান্টস ফর সেকেন্ডারি ইন্সটিটিউশন স্কিম,  এসইডিপি,এর উদ্যোগে ও উপজেলা মাধ্যমিক অধিদপ্তর আয়োজিত উপজেলা পরিষদ মিলনায়তনে আজ বৃহস্পতিবার সকাল ১১টায়  এই  অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ বনি আমিন  এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন মুহাম্মদ মশিউর রহমান, সহকারী পরিচালক,মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর ঢাকা।তিনি অভিভাবকদের উদ্দেশ্যে বলেন,আপনাদের সন্তানদের কে সঠিক শিক্ষায় শিক্ষিত করে গড়ে তুলতে হবে৷ শিক্ষকদেরকে সম্মান করতে শেখাবেন। পিতা মাতার পরেই যিনি মানুষ গড়ার গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন, তিনি হলেন শিক্ষক। তিনি বলেন, আমরা এমন শিক্ষা চাই না, যে শিক্ষা শিক্ষকদের সম্মান দিতে জানে না৷
তিনি শিক্ষার্থীদেরকে ভালভাবে লেখাপড়া করার জন্য আহ্বান জানান। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার কাজী শফিউল আলম৷ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন,আব্দুল ওয়াদুদ, জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আলমগীর হোসেন,উপজেলা বিএনপির সাবেক আহবায়ক আনিসুর রহমান মিল্টন,উপজেলা জামায়াতের সভাপতি মাওলানা আফসার উদ্দিন,অধ্যক্ষ ইমদাদুল ইসলাম, সহকারি অধ্যাপক হুমায়ন ইউসুব,প্রধান শিক্ষক মোঃ বাহারুল ইসলাম,আলী আহসান, আশরাফুল আলম লিটন,স্বপন বিশ্বাস৷ এছাড়াও অনুষ্ঠানে  বিভিন্ন বিদ্যালয়ের প্রধান শিক্ষক, সহকারী শিক্ষক, মাদ্রাসার সুপার, অভিভাবক ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের পূর্বে মাইলস্টোন স্কুলে বিমান দূর্ঘটনায় যারা নিহত তাদের আত্মার মাগফিরাত ও আহতদের সুস্থতা কামনায় বিশেষ মোনাজাত করা হয়। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন,শালিখা উপজেলা মাধ্যমিক সুপার ভাইজার বিপ্লব কুমার রায়৷
September ২০২৫
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৫
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
%d bloggers like this: