মহসিন মোল্যা, বিশেষ প্রতিবেদক-
আলী আহম্মেদকে আহ্বায়ক এবং মনোয়ার হোসেন খাঁনকে সদস্য সচিব করে ১১ সদস্য বিশিষ্ট আংশিক আহ্বায়ক কমিটির নেতাকর্মীদের স্বাগত জানিয়ে আনন্দ মিছিল ও পথ সভা করেছে শ্রীপুর উপজেলা বিএনপি’র নেতাকর্মীরা। শনিবার বিকেলে আনন্দ মিছিলটি শ্রীপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে থেকে মিছিলটি শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে শ্রীপুর সরকারি এমসি পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের সামনে পথ সভায় মিলিত হয়।