মহসিন মোল্যা, বিশেষ প্রতিবেদক-
শ্রীপুর উপজেলার চরমহেশপুর গ্রামের ছোট্ নদীতে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা, বাউল গান ও গ্রামীণ মেলা অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরে চরমহেশপুর যুব সমাজের উদ্যোগে নৌকা বাইচ, বাউল গান ও গ্রামীণ মেলা অনুষ্ঠিত হয়। এ সময় নৌকার মাঝিদের বৈঠার তালে ও কন্ঠে গ্রাম বাংলার বিভিন্ন জারিগানে মুখরিত হয়ে উঠে নদীর দু-পাশ।
নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠানের আহ্বায়ক সাংবাদিক মো. মুজাহিদ শেখের পরিচালনায় সভাপতিত্ব করেন মো. মোকছেদ আলী মোল্যা।
এই নৌকা বাইচ অনুষ্ঠানে জেড,জে,এস,ও ব্রিকস এর সৌজন্যে প্রথম পুরস্কার, গ্রামের কৃতি সন্তান মো. মশিউল আজম শান্ত দ্বিতীয় পুরস্কার ও মো. তহিদুল ইসলাম তৌহিদ তৃতীয় পুরস্কার দিয়ে সহযোগিতা করেন।
এই নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠানে রাজবাড়ি জেলার বাজুগারে গ্রামের কমিম মন্ডলের বাংলা দুল দুল, কালুখালী উপজেলার নাদুড়ীয়া গ্রামের গোলাম মোস্তফার শেরে বাংলা বড় হিজলী গ্রামের পাঞ্জু আলী মোল্যার বাংলার বাঘ ও মহেশপুর গ্রামের সামাদ মন্ডলের সোনার বাংলাসহ মোট চারটি বাইচের নৌকা অংশ গ্রহন করে।
প্রতিযোগিতার শেষে, নাদুরিয়া গ্রামের মো. গোলাম মোস্তফার শেরে বাংলা নৌকাটি প্রথম, বাজুগাড়ে গ্রামের করিম মন্ডলের বাংলার দুলদুল নৌকা দ্বিতীয় এবং মহেশপুর গ্রামের সামাদ মন্ডলের সোনার বাংলা নৌকাটি তৃতীয় স্থান অধিকার করে।
বাইচ প্রতিযোগিতা শেষে অনুষ্ঠানে উপস্থিত থেকে বিজয়ী নৌকার মালিকদের মধ্যে পুরস্কার বিতরণ করেন শ্রীপুর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মুন্সী জাহাঙ্গীর হোসেন, শ্রীপুর উপজেলা শ্রমিকদলের আহ্বায়ক মো. মোল্যা সেলিম রেজা, দারিয়াপুর ইউনিয়ন বিএনপি নেতা তোজাম মোল্যা, শ্রীপুর থানা সেচ্ছাসেবকদল নেতা বাবলু মৃধা প্রমুখ।
এ উপলক্ষ্যে রাতে বাউল গানের আয়োজন করা হয়। গান পরিবেশন করেন বিখ্যাত বাউল শিল্পী এস এম মানিক সরকার ও স্বর্ণা দেওয়ান।