শ্রীপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দু-গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। ঘটনার পর থেকে এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। এ ঘটনায় উভয় গ্রুপের ২০ জন আহত এবং ১৫ টি বাড়িতে ব্যাপক ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার সকাল ৮ টার দিকে উপজেলার আমলসার ইউনিয়নের ছোট উদাস গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, সামাজিক আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে উপজেলার ছোট উদাস গ্রামে কুদ্দুস শেখ ও হাজী আশরাফুল ইসলামের সমর্থকদের মধ্যে বিরোধ চলে আসছিল। এ বিরোধের জেরে বৃহস্পতিবার সকালে ছোট উদাস মাঠে কুদ্দুস শেখের সমর্থক বাবু এবং আশরাফুল ইসলাম গ্রুপের শুক্কুর বাগবিতণ্ডায় জড়িয়ে পড়ে। এবং এ খবর এলাকায় জানাজানি হলে উভয় গ্রুপের লোকজন দেশীয় অস্ত্রসহ সংঘর্ষে জড়িয়ে পড়ে।
এ সময় রমজান, সৌরভ, মোস্তফা ও হেলেনা, হাসান, আলম, ইমরান, কুদ্দুস, হাসেম, শরিফুল, মজনুসহ উভয় গ্রুপের অন্তত ১৫ টি বাড়িতে ব্যাপক ভাঙচুর ও লুটপাট চালানো হয়।
এ ঘটনায় রমজান, হেলেনা খাতুন, সৌরভ, মোস্তফা, সবুজ, লুৎফর, রুবেল, পাভেল, মোসলেম, শুক্কুর, হারুন, হাসান, ফরিদ, রাজু, ইলাম চম্পা, ফরিদা, গলিজানসহ উভয় গ্রুপের ২০ জন মারাত্মক আহত হয়। সংঘর্ষে পর থেকেই এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।
এ বিষয়ে শ্রীপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইদ্রিস আলী জানান, সংবাদ পাওয়ার পর পুলিশ সেখানে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ আনে। ঘটনাস্থল থেকে প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য ২ জনকে থানায় আনা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।