মনিরুল ইসলাম, বিশেষ প্রতিবেদক-
শালিখায় ১৬ই ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষ্যে উপজেলায় সড়ক ও সড়কদ্বীপ সমূহ পতাকা দ্বারা সজ্জিতকরণ সরকারি বেসরকারি গুরুত্বপূর্ণ ভবনসমুহে আলোকসজ্জাকরণ, ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিবসের সূচনা, সরকারি বেসরকারি ভবনে জাতীয় পতাকা উত্তোলন, সকাল ৮ টায় উপজেলার তালখড়ী স্মৃতিস্তম্ভে পুস্ফমাল্য অর্পণ করা হয়, আনুষ্ঠানিক ভাবে জাতীয় পতাকা উত্তোলন করা হয় ৷ এরপর উপজেলা মিলনায়তনে বীর মুক্তি মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের সংবর্ধনা অনুষ্ঠানের সভাপতিত্ব করেন, উপজেলা নির্বাহী অফিসার হাসিনা মমতাজ ৷ এসময় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ আলমগীর হোসেন,ওসি ওলি মিয়া,সমাজ সেবা অফিসার নাসিমা খাতুন,উপজেলা বিএনপির সভাপতি আনিচুর রহমান মিল্টন,সদস্য সচিব মনিরুজ্জামান চকলেট,বীর মুক্তিযোদ্ধা গোবিন্দ চন্দ্র মন্ডল,কেনায়েত হোসেন,শালিখা প্রেসক্লাবের সভাপতি আব্দুর রব মিয়া,ছাত্র প্রতিনিধি ফারহান ইসলাম শাকিল৷ অনুষ্ঠানটি সঞ্চালনা করেন একাডেমিক সুপার ভাইজার বিপ্লব কুমার রায়৷ এরপর আড়পাড়া সরকারি আইডিয়াল মাঠ প্রাঙ্গনে বিজয় মেলার উদ্বোধন করা হয়৷ এরপর বাদ জোহর সকল মসজিদ মন্দির গির্জা প্যাগোডা ও অন্যান্য উপাসনালয়ে বিশেষ মোনাজাত ও প্রার্থনা, হাসপাতাল ও সকল এতিম খানায় উন্নতমানের খাবার পরিবেশন, মুক্তিযুদ্ধ ভিত্তিক চিত্র প্রদর্শনী, সাংস্কৃতিক অনুষ্ঠান,চিত্রাঙ্কন প্রতিযোগিতা প্রীতি ফুটবল ম্যাচ, পুরস্কার বিতরণসহ বিভিন্ন কর্মসূচি হয়েছে৷