মাগুরা সদর উপজেলায় কর্মরত দলিল লেখকরা আজ রবিবার থেকে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতী শুরু করেছে।সাব রেজিস্ট্রি অফিসের নকল নবীশ দেলোয়ার হোসেনের নানা অপকর্ম ও দলিল লেখকদের সাথে দুর্ব্যবহারের প্রতিবাদে কর্মবিরতী পালন করছে মাগুরা সদর উপজেলায় কর্মরত দলিল লেখকরা। দূর্ণীতিবাজ নকল নবীশ দেলোয়ার হোসেনকে অন্যত্র বদলীর দাবীতে রবিবার কর্মবিরতী তারা পালন করেছে।
এ প্রসঙ্গে মাগুরা সদর উপজেলা দলিল লেখক সমিতির সভাপতি শেখ কুতুব উদ্দিন জানান- দীর্ঘদিন ধরে সদর উপজেলা সাব রেজিস্ট্রি অফিসের নকল নবীশ দেলোয়ার হোসেন নানা অনিয়ম দূর্ণীতি করে আসছে। তিনি প্রায়ই অফিসের অন্যান্য কর্মচারিসহ স্থানীয় দলীল লেখকদের নানাভাবে হেনস্তা করেন। সম্প্রতি তার অপকর্মের প্রতিবাদ করায় দেলোয়ার হোসেন স্থানীয় কয়েকজন চিহ্ণত সন্ত্রাসীকে ভাড়া করে রেজিস্ট্রি অফিসের ভেতরে এনে দলিল লেখকদের নানা হুমকি ধামকি দেয় ও তাকে অপদস্ত করে। এতে দলিল লেখকরা ভীত সন্ত্রস্ত হয়ে পড়েছে। তার ঔধত্যপূর্ণ আচরণের কারণে মাগুরা সাব রেজিস্ট্রি অফিসের অধিকাংশ কর্মকর্তা কর্মচারি নিরাপত্তাহনীতায় ভুগছে। এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচারের দাবীতে আজ রবিবার থেকে দলিল লেখকরা অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতী শুরু করেছে। এতে কাজ না হলে তারা বৃহত্তর আন্দোলনে যাওয়ার ঘোষনা দেন।