মাগুরার নবাগত জেলা প্রশাসকের সাথে শ্রীপুরে মতবিনিময় সভা

মহসিন মোল্যা, বিশেষ প্রতিবেদক-
নবাগত জেলা প্রশাসক মো. অহিদুল ইসলামের সাথে মঙ্গলবার সকালে শ্রীপুর উপজেলা পরিষদ মিলনায়তনে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শ্রীপুর উপজেলা প্রশাসন এ মতবিনিময় সভার আয়োজন করে।
নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা রাখী ব্যানার্জী এর সভাপতিত্বে এ মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো,. অহিদুল ইসলাম।
এ সময় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) মামুন শরীফ, কৃষি কর্মকর্তা কৃষিবিদ সালমা জাহান নিপা, শ্রীপুর সরকারি কলেজের অধ্যক্ষ নির্মল কুমার সাহা, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা বিএনপি’র সভাপতি বদরুল আলম হিরো, উপজেলা জামায়াতের আমির ফকরুদ্দিন মিজান, শ্রীপুর প্রেস ক্লাবের আহ্বায়ক ড. মুসাফির নজরুল, মুক্তিযোদ্ধা শিকদার মঞ্জুর আলম, সাইফুল ইসলাম, উপজেলা বিএনপি’র সদস্য সচিব মুন্সী রেজাউল করিম, কাদিরপাড়া ইউপি চেয়ারম্যান আইয়ুব হোসেন খান, উপজেলা জামায়াতের সেক্রেটারি মিজানুর রহমান মোল্লা, উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি  অপূর্ব মিত্র, উপজেলা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক মাসুদ মজুমদার, খলিলুর রহমান, ছাত্রদলের আহ্বায়ক সোহেল মুন্সী প্রমুখ।
বক্তাগণ নবাগত জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তার নিকট উপজেলার বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন। জেলা প্রশাসক তাঁর বক্তব্যে সে সকল সমস্যা সমাধানের আশ্বাস দেন।
মতবিনিময় সভায় সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, শিক্ষক, মুক্তিযোদ্ধা, সাংবাদিক ও সুধীসমাজের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
June ২০২৫
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

June ২০২৫
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
%d bloggers like this: