মাগুরানিউজ.কমঃ বিশেষ প্রতিবেদক-
মাগুরায় বর্ণাঢ্য আয়োজনের মধ্যে দিয়ে বেসরকারি স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল এনটিভির ১৬বছরে পদার্পণ পালিত হয়েছে।
এ উপলক্ষে মঙ্গলবার সকাল ১১টায় মাগুরা প্রেসক্লাব চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। পরে প্রেসক্লাব মিলনায়তনে অধ্যাপক মিহির লাল কুরির সভাপতিত্বে এনটিভি’র মাগুরা স্টাফ করেসপন্ডেন্ট শফিকুল ইসলাম শফিকের সঞ্চালনায় শুভেচ্ছা বক্তব্য রাখেন জেলা প্রশাসক মুহাম্মদ আতিকুর রহমান, পুলিশ সুপার খান মোহাম্মদ রেজওয়ান, জেলা আওয়ামীলীগ সভাপতি আলহাজ্ব তানজেল হোসেন খান, জেলা পরিষদ চেয়ারম্যান পংকজ কুমার কুণ্ডু, জেলা তথ্য অফিসার রেজাউল করিম, প্রেসক্লাব সাধারণ সম্পাদক শামীম আহমেদ খান প্রমূখ।
পরে প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটেন আমন্ত্রিত অতিথিরা।