মহসিন মোল্যা, বিশেষ প্রতিবেদক-
শ্রীপুরে সামাজিক বিরোধে প্রতিপক্ষের হামলায় টুলু মিয়া (৫৫) নামে ব্যক্তি মারাত্মক আহত হয়েছে। বুধবার সন্ধ্যায় উপজেলার গয়েশপুর ইউনিয়নের সাবিনগর গ্রামে এ হামলার ঘটনা ঘটে। তিনি গয়েশপুর ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক জিনারুল ইসলামের পিতা। বর্তমানে সে মাগুরা ২৫০ শয্যা সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
এলাকাবাসী সুত্রে জানা গেছে, সামাজিক বিরোধকে কেন্দ্র করে সাবিনগর গ্রামের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আবদুল হালিম মোল্লার সাথে একই গ্রামের আওয়ামীলীগ নেতা ইউসুফ আলী মন্ডলের দীর্ঘ দিন বিরোধ চলে আসছে। এ বিরোধের জেরে বুধবার সন্ধ্যায় চেয়ারম্যান আবদুল হালিম মোল্লার সমর্থক টুলু মিয়ার সাথে ইউসুফ মন্ডলের সমর্থক মঞ্জুর কথা কাটাকাটি এক পর্যায়ে প্রতিপক্ষরা টুলু মিয়া কে কুপিয়ে মারাত্মক আহত করে। বর্তমানে এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। এ ঘটনায় ইউসুফ মণ্ডলের সমর্থক নওয়াবুল মাষ্টারের ৫ টি গরু, ছালামত বিশ্বাসের ২ টি গরুসহ জানু বিশ্বাসের বাড়ি ভাংচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে।
শ্রীপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাঞ্চন কুমার রায় জানান, এখন পর্যন্ত থানায় কোন মামলা হয়নি। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।

