মহসিন মোল্যা, বিশেষ প্রতিবেদক-
” আমি সোবাইকে বলতাম আমি জোতদিন আমার জীবোন চালাতে পারবো তোতোদিন চলাবো আর জিদি না পারি তাহলে ছুছাইট করবো। কারো কোনো দোস নেই।” মাগুরার শ্রীপুর উপজেলা টুপিপাড়া গোরস্থান মোড় এলাকায় শনিবার সকালে আশিক মোল্লা (২২) নামে এক যুবকের ঝুলন্ত লাশের পাশে পাওয়া গেছে এমনই একটি চিরকুট। সে মাগুরা সদর উপজেলার পারকুল্লিয়া গ্রামের সিদ্দিক মোল্লার ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আশিক মোল্লা নামে ওই যুবক টুপিপাড়া এলাকায় অবসরপ্রাপ্ত সেনা সদস্য গোলাম কিবরিয়ার বাসায় ভাড়া থাকতো। স্থানীয় মায়ের দোয়া থাই গ্লাস এন্ড এসএস হাউজে কর্মচারীর কাজ করতো। মাদকের প্রতি তার আসক্তি ছিলো। শনিবার সকালে মায়ের দোয়া থাই এন্ড এসএস হাউজের মালিক তারিকুল ইসলাম তাকে কাজে না দেখে অপর কর্মচারী রাসেদকে পাঠাই। অনেক ডাকাডাকির পর তাকে না পেয়ে দোকান মালিককে বিষয়টি বলে। পরে সকাল সাড়ে ১০ টায় দিকে দোকান মালিক ঘরের দরজা বন্ধ দেখে পুলিশকে খরব দেন। পরে শ্রীপুর থানা পুলিশ মৃতদেহটি উদ্ধার করে।
শ্রীপুর থানার ওসি তদন্ত পিয়ার উদ্দিন জানান, এ বিষয়ে শ্রীপুর থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে৷ লাশ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।


