মহসিন মোল্যা, বিশেষ প্রতিবেদক-
“পানি দাও, কৃষক বাচাঁও” এই স্লোগানে বাংলাদেশ কংগ্রেস মাগুরার শ্রীপুর উপজেলা শাখার উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। রোববার সকালে বাংলাদেশ কংগ্রেসের দলীয় কার্যালয়ের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বক্তারা গঙ্গা-কপোতাক্ষ প্রকল্পের আওতায় শ্রীপুর উপজেলাধীন শাখা ক্যানেল সমূহে পানি সরবরাহের দাবি জানান। মানববন্ধন শেষে দলটি মাগুরা জেলা প্রশাসক ও শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর স্মারকলিপি প্রদান করেন।
এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ কংগ্রেসের চেয়ারম্যান এ্যাড. রেজাউল ইসলাম, শ্রীপুর উপজেলা কংগ্রেসের আহ্বায়ক আসাদুজ্জামান আসাদ, উপজেলা কংগ্রেসের সাংগঠনিক সম্পাদক বদিয়ার রহমান সাগর, মাগুরা জেলা কংগ্রেসের সমন্বয়কারী সালমান খান প্রমুখ।

