মহসিন মোল্যা, বিশেষ প্রতিবেদক-
মাগুরা সদর উপজেলার কাটাখালি আশা কার্যালয়ে বিনামুল্যে তিনদিন ব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প উদ্বোধন করা হয়েছে। ২৪ জুলাই সোমবার সকাল সাড়ে ১০ টায় এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আশার জেলা ব্যবস্থাপক মোঃ শহীদুল ইসলাম। আশার প্রয়াত প্রেসিডেন্ট সফিকুল ইসলামের স্মরণে অনুষ্ঠিত এ বিনামূল্যে চিকিৎসা ক্যাম্পে প্রধান অতিথি ছিলেন জগদল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সৈয়দ রফিকুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন ঢাকা থেকে আগত ফিজিও থেরাপি বিশেষজ্ঞ মিল্টন কুমার, সমাজ সেবক আবুল হাসান মন্ডল। বক্তব্য রাখেন আশার সিনিয়র ব্যবস্থাপক অসীম কুমার মন্ডল প্রমুখ।
বিনামূল্যে অনুষ্ঠিত এ চিকিৎসা ক্যাম্পে প্রথমদিনে শতাধিক রোগীর ফিজিও থেরাপি দেওয়া ও চিকিৎসা সেবা প্রদান করা হয়। যশোর সদর হাসপাতালের শিশু বিশেষজ্ঞ ডাঃ মোঃ এনামুল কবির রোগীদের স্বাস্থ্যসেবা প্রদান করেন। আগামী মঙ্গলবার ও বুধবার পর্যন্ত এ চিকিৎসা সেবা চলবে বলে জানা গেছে ।

