প্রধানমন্ত্রীর বিশেষ দশটি উদ্ভাবনী উদ্যোগ নিয়ে কর্মশালা অনুষ্ঠিত। Magura news

মনিরুল ইসলাম, বিশেষ প্রতিবেদক-

 শালিখায় নারীর ক্ষমতায়ন, আশ্রয়ন, শিক্ষা সহায়তা, পল্লি সঞ্চয় ব্যাংক, কমিউনিটি ক্লিনিক ও শিশু বিকাশ, বিনিয়োগ বিকাশ, পরিবেশ সুরক্ষা, সামাজিক নিরাপত্তা কর্মসূচিসহ  মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ দশটি উদ্ভাবনী উদ্যোগ নিয়ে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গতকাল  রোববার (১৪ আগস্ট)  সকাল ১০ টায় উপজেলা পরিষদ মিলনায়তন কক্ষে অনুষ্ঠিত  এ কর্মশালায় উপজেলা নির্বাহী  কর্মকর্তা তারিফ-উল হাসান এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান এ্যাডঃ কামাল হোসেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা  সহকারী কমিশনার ভূমি উম্মে তাহমিনা মিতু, উপজেলা আওয়ামীলীগের সভাপতি  এ্যাডঃ শ্যামল কুমার দে, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রেজাউল ইসলাম, শালিখা থানা অফিসার ইনচার্জ বিশারুল ইসলাম। এ সময় বক্তারা বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর দশটি বিশেষ উদ্ভাবনী উদ্যোগগুলো শতভাগ বাস্তবায়ন করতে  সবাইকে যার যার জায়গা থেকে অগ্রগামী ভূমিকা পালন করতে হবে।
 এসময় উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা বৃন্দ, বিভিন্ন  ইউনিয়ন পরিষদের  চেয়ারম্যানবৃন্দ, উপজেলায় কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক  মিডিয়ার সাংবাদিকবৃন্দসহ স্হানীয় বিভিন্ন গন্যমাণ্য ব্যাক্তি উপস্থিত ছিলেন। দিনব্যাপী চলমান এ প্রশিক্ষণ কর্মশালায় উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ প্রধানমন্ত্রীর ১০ টি বিশেষ উদ্যোগের উপর স্ব স্ব দপ্তরের কার্যক্রম  ভিডিও চিত্রের মাধ্যমে প্রদর্শন করেন। এছাড়াও উপস্থিত লোকদেরকে পাঁচটি গ্রুপে বিভক্ত করে বিশেষ উদ্যোগগুলো বাস্তবায়নে কি কি সমস্যা রয়েছে এবং তা থেকে উত্তরোণের উপায়সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ের উপর গ্রুপ কার্য দেয়া হয়।
March ২০২৩
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Feb    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

March ২০২৩
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Feb    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
%d bloggers like this: