শালিখায় সমাজসেবা অধিদপ্তরের উদ্যোগে রোগাক্রান্তদের মাঝে অনুদানের চেক বিতরন

মনিরুল ইসলাম, বিশেষ প্রতিবেদক-

শালিখায় ৭১ জন জটিল রোগাক্রান্ত ব্যাক্তিদের মাঝে মোট ৩৫ লক্ষ ৫০ হাজার টাকার আর্থিক অনুদানের চেক বিতরণ করা হয়েছে।২৩ জুলাই (রবিবার) দুপুর ১২ টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে  উপজেলা প্রশাসন ও  উপজেলা সমাজসেবা  অধিদপ্তর এ অনুষ্ঠানের আয়োজন করে। উপজেলা নির্বাহী অফিসার  ইয়াসমিন মনিরা’র সভাপতিত্বে  অনুষ্ঠানটিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শালিখা উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাড. কামাল হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ আলমগীর হোসেন,  উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ রেজাউল ইসলাম, গঙ্গারামপুর ইউপি চেয়ারম্যান আব্দুল হালিম মোল্লা প্রমূখ। অনুষ্ঠানটিতে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা সমাজসেবা অফিসার মোছাঃ নাসিমা খাতুন। অনুষ্ঠানে উপজেলার ক্যান্সার,কিডনি, লিভার সিরোসিস, স্ট্রোকে প্যারালাইজড,জন্মগত হৃদরোগ এবং থেলাসেমিয়ায় রোগে আক্রান্ত ৭১ জন রোগীদের প্রত্যেককে ৫০ হাজার টাকা করে ৩৫ লাখ ৫০ হাজার টাকার অনুদানের চেক বিতরণ করা হয়।

December ২০২৫
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Nov    
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০৩১  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

December ২০২৫
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Nov    
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০৩১  
%d bloggers like this: