শালিখার বুনাগাতি বঙ্গবন্ধুর ৪৭তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত। Magura news

মনিরুল ইসলাম, বিশেষ প্রতিবেদক-
শালিখা উপজেলার  বুনাগাতি ইউনিয়নে  জাতির পিতা শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে৷ আজ সোমবার দিনব্যপি উপজেলার বুনাগাতি আমজাদ আলী মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গনে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়৷ সভায় সভাপতিত্ব করেন, বুনাগাতি ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি সাইদুর রহমান৷ আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, মাগুরা-২ আসনের সংসদ সদস্য ও সাবেক যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ড. শ্রী বীরেন শিকদার৷ অনুষ্ঠানে বিশেষ অতিথি  ছিলেন উপজেলা ওয়ামীলীগের সভাপতি ত্র্যাড. শ্যামল কুমার দে,উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ কামাল হোসেন,উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ভারপ্রাপ্ত মোঃ ইলিয়াস শিকদার,ইউপি চেয়ারম্যান বিমলেন্দু শিকদার, বক্তিয়ার উদ্দিন লস্কর,উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মুন্সী আবু হানিফ, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান জেসমিন আক্তার শাবানা,আওয়ামীলীগ নেতা মাকসীদুর রহমান ডলার৷ এছাড়াও আওয়ামীলীগ,যুবলীগ,ছাত্রলীগ,কৃষকলীগ ও স্বেচ্ছাসেবকলীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন৷ অনুষ্ঠানটি সঞ্চালন করেন, ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সঞ্জয় কুন্ডু৷
 অনুষ্ঠানে প্রধান অতিথি ড. শ্রী বীরেন শিকদার বলেন,একটি দেশের জাতির পিতাকে হত্যা করা যায়, কিন্তু একটি দেশ বা জাতির পিতার আদর্শকে হত্যা করা যায় না। তিনি তরুণ প্রজন্মের কাছে বঙ্গবন্ধুর আদর্শকে ছড়িয়ে দিতে  সমাজের সর্বস্তরের মানুষকে অগ্রণী ভূমিকা পালনের অনুরোধ করেন। তিনি আরো বলেন, শালিখা তথা সারা বাংলাদেশের উন্নয়ন করেছেন শেখ হাসিনার সরকার৷ বাংলাদেশের একটি বাড়ীও বাদ নেই বিদ্যূৎ দিতে৷ বিদ্যূৎ  বিএনপির আমলের মত হয়নি৷ বিএনপির আমলে মানুষ বিদ্যূৎ পায়নি৷ মানুষ বিএনপির আন্দোলন মানে পাগলামী ছাড়া কিছুই নয়৷ সমগ্র বিশ্ব বাজারে তৈলের মূল্য বেড়ে গেছে অথচ বিএনপি সামান্ন ইসুতে আন্দোলন করছে৷ যা পাগলের পরিচয় ছাড়া কিছুই নয়৷  উনাদের সময় উনারা উন্নয়ন মূলক কিছু করতে পারেননি৷ তারা ষড়যন্ত্র করে বঙ্গবন্ধুকে হত্যা করেছে বিএনপি৷ মাননীয় প্রধান মন্ত্রী শেখ হাসিনাকেও কয়েকবার হত্যা করার চেষ্টা করেছেন৷ তিনি আরও বলেন, দেশকে এগিয়ে নিতে হলে বঙ্গবন্ধুর আদর্শ ধারণ করে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে হবে।
September ২০২৩
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৩
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০  
%d bloggers like this: