মনিরুল ইসলাম, বিশেষ প্রতিবেদক-
শালিখায় জাতি’র পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী,স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপন মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস ও চেতনায় নতুন প্রজন্মের ছাত্রছাত্রীদের উদ্বুদ্ধ করণের লক্ষে জেলা তথ্য অফিসের আয়োজনে এসো মুক্তিযুদ্ধের গল্প শুনি শীর্ষক কার্যকক্রমের আওতায় মুক্তিযুদ্ধ ভিত্তিক চলচ্চিত্র প্রদর্শন ‘কুইজ প্রতিযোগিতা পুরস্কার বিতারণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
আজসকাল ১১ঘটিকার সময় উপজেলা সদর আড়পাড়া সরকারি আইডিয়াল হাইস্কুল প্রাঙ্গণে উপজেলা নির্বাহী কর্মকর্তা তারিফ-উল-হাসান এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ কামাল হোসেন৷ মূখ্য আলোচক ছিলেন উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোঃ আবু বক্কার মাষ্টার,সরদার ফারুক আহমেদ৷ অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন জেলা তথ্য অফিসার মোঃ রেজাউল করিম৷ এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ ইলিয়াসুর রহমান প্রমুখ।
অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধা কমান্ডার মোঃ আবু বক্কার মাষ্টার ছাত্র- ছাত্রীদের উদ্দেশ্যে মহান মুক্তিযুদ্ধে রণাঙ্গনে মুক্তিযুদ্ধের গল্প শোনান,তিনি যুদ্ধকালীন তার বাস্তব অভিজ্ঞতা গল্পের মাধ্যমে উপস্থাপন করেন।
প্রধান অতিথি উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ কামাল হোসেন বলেন, মুক্তিযুদ্ধের ইতিহাস ঐতিহ্য ধারণ করেই আমাদের এগিয়ে যেতে হবে, মুক্তিযুদ্ধের ইতিহাস জানতে হলে মুক্তিযুদ্ধ ভিত্তিক বই বেশি বেশি পড়তে হবে।
অনুষ্ঠান শেষে অতিথিরা কুইজ প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার প্রদান করেন৷
Like this:
Like Loading...