মনিরুল ইসলাম, বিশেষ প্রতিবেদক-
শালিখায় মোটরসাইকেলের ধাক্কায় তাসলিমা (৫) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। আজ শুক্রবার বিকাল ৪ টায় উপজেলার আড়পাড়া-বুনাগাতী সড়কের কানার মোড়ে এ দুর্ঘটনাটি ঘটে। নিহত শিশুটি বুনাগাতী গ্রামের নুরইসলামের কন্যা। জানা গেছে, শিশুটি সিন্নি খাওয়ার জন্য নিজ বাড়ি থেকে পাশের বাড়িতে যাওয়ার পথে আড়পাড়া থেকে বুনাগাতিগামী একটি মোটরসাইকেলের সাথে ধাক্কা লেগে অচেতন হয়ে পড়ে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে শালিখা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পথে তার মৃত্যু হয়। শিশুটির অকাল মৃত্যুতে পরিবারটিতে বইছে শোকের মাতম।