মাগুরানিউজ.কমঃ
মাগুরা সরকারি হোঃ শঃ সোঃ কলেজের ঐক ছাত্রী আত্নহত্যা করেছে। স্বর্ণা নামের ওই ছাত্রী সরকারি কলেজের ইংরেজী বিভাগের ছাত্রী। আজ সকালে গলায় রশি দিয়ে আত্মহত্যা করেছে বলে পরিবার থেকে জানানো হয়েছে। স্বর্ণা শালিখা উপজেলার আড়পাড়া কালীগন্জ রোডের সুকুমার বিশ্বাসের ছোট মেয়ে। তবে আত্মহত্যার কারণ জানা যায়নি।