মাগুরানিউজ.কমঃ
কারিগরি শিক্ষার গুণগত মানোন্নয়ন, সম্প্রসারণ ও জনপ্রিয়তা বৃদ্ধিতে ইতিবাচকভূমিকা রাখার উদ্দেশ্যে ‘সেমিনার ও স্কিলস কম্পিটিশন-২০১৭ ’ বৃহস্পতিবার মাগুরা পলিটেকনিক ইন্সটিটিউটের অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়েছে। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে স্কিলস কম্পিটিশন-২০১৭ এর শুভ উদ্ভোধন করেন মাগুরার জেলাপ্রসাশক মোহাম্মদ আতিকুররহমান।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অত্র প্রতিষ্ঠানের অধ্যক্ষ (অতিরিক্ত দায়িত্ব) প্রকৌশলী মো. মুনির হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোঃআইয়ূব আলী, অধ্যক্ষ, টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ, মাগুরা, জনাব মোঃআরিফ হোসেনতালুকদার, অধ্যক্ষ, কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র, মাগুরা, জনাব মোঃবিলায়েত হোসেন, প্রধানশিক্ষক (অবঃ) ও সভাপতি, অন্বেষন বিজ্ঞান ক্লাব, মাগুরা।
সেমিনারে মাগুরার বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধি, শিক্ষক, শিল্পপ্রতিষ্ঠানের প্রতিনিধি এবং সরকারিকর্মকর্তাগণ আলোচনায় অংশগ্রহণ করে শিক্ষার্থীদের নতুন প্রযুক্তি ব্যবহার ও উদ্ভাবনে উদ্বুদ্ধ করেন।
উল্লেখ্য, প্রতিষ্ঠানভিত্তিক এই প্রতিযোগিতার বিজয়ীরা আঞ্চলিক ও পরর্বতীতে জাতীয় পর্যায়ে ঢাকাতে জাতীয় অংশগ্রহন করবে।