বিশেষ প্রতিবেদক-
মাগুরা ঝিনাইদহ সড়কের মাগুরা পৌর এলাকার জেলা কারাগারের সামনের সড়কে আজ রবিবার দুপুরে মোটরসাইকেল দূর্ঘটনায় গোলাম রাব্বি ( ২০) নামে এক যুবক নিহত হযেছে। নিহত গোলাম রাব্বি মাগুরা সদর উপজেলার শিমুলিয়া গ্রামের ওয়াজেদ আলীর ছেলে। পুলিশ সুত্রে জানাযায় , নিহত গোলাম রব্বানী মোটরসাইকল যোগে ঝিনাইদহের দিকে যাওয়ার সময় দ্রুতগতির মোটরসাইকেলটি একটি ট্রাককে ওভার টেক করার সময় ট্রাকের সাথে আঘাত লেগে সড়কের উপর ছিটকে পড়ে গুরুতর আহত হয়। তাকে মাগুরা ২৫০ শর্য্যা হাসপাতালের জরুরী বিভাগে আনলে জরুরী বিবাগের চিকিৎসক মৃত ঘোষনা
করেন। হাইওয়ে পুলিশের এস আই মিজানুর রহমান জানান, ট্রাকসহ চালক পালিয়ে গেছে।

