শনিবার বিকালে মাগুরা জেলা প্রশাসন আয়োজিত এ বই মেলার উদ্বোধন করেন মাগুরার অতিরিক্ত পুলিশ সুপার তারিকুল ইসলাম।
অতিরিক্ত জেলা প্রশাসক আজমল হকের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানের আলোচনা সভায় বক্তব্য রাখেন সিভিল সার্জন ডাঃ সাদুল্লাহ, সরকারি হোসেন শহীদ সোহরাওয়ার্দি কলেজের অধ্যক্ষ শাহাজ উদ্দিন, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আবু নাসির বাবলু, পৌর মেয়র খুরশিদ হায়দার টুটুলসহ আরো অনেকে।
মেলায় মোট ৩০টি স্টল বরাদ্দ করা হয়েছে। মেলা শেষ হবে আগামি ২৪ ফেব্রুয়ারি।


