বিশেষ প্রতিবেদক –
মধুখালী হতে কামারখালী হয়ে মাগুরা শহর পর্যন্ত নতুন ব্রডগেজ রেল লাইন নির্মান প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন আজ বৃহস্পতবিার মাগুরা সদর উপজেলার রামনগর মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্টিত হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা গনভবন থেকে ভিডিও কনফারেন্স এর মাধ্যমে মধুখালী হতে কামারখালী হয়ে মাগুরা
শহর পর্যন্ত নতুন ব্রডগেজ রেল লাইন নির্মান প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন উদ্ধোধন করেন।
অনুষ্ঠানে মাগুরা প্রান্তে অনুষ্ঠিত অনুষ্ঠানে রেলপথ মন্ত্রী নুরুল ইসলাম সুজন এর সভাপতিত্বে বক্তৃতা করেন রেলপথ মন্ত্রণালয়ের সচিব মো: সেলিম রেজা। সংসদ সদস্য
এ্যাডভোকেট সাইফুজ্জামান শিখর, সংসদ সদস্য ড. বীরেন শিকদার, মাগুরা জেলা প্রশাসক ড. আশরাফুল আলম, মাগুরা জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান পংকজ কুমার কুন্ডু ও জেলা আওয়ামীলীগের সভাপতি আব্দুল ফাত্তাহ প্রমুখ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। মধুখালী হতে কামারখালী হয়ে মাগুরা শহর পর্যন্ত ১৯.৯০ কি: মি: ব্রডগেজ মেইন রেল লাইন নির্মান প্রকল্পের ব্যয় ১২শত ২ কোটি ৩৫ লক্ষ টাকা বরাদ্ধ করা হয়েছে। আশা করা যাচ্ছে প্রকল্পটি আগামী ২০২২ সালের ডিসেম্বর এর মধ্যে নির্মান কাজ সম্পন্ন হবে বলে রেলপথ মন্ত্রী নুরুল ইসলাম সুজন জানান। প্রকল্পের নির্মান কাজ সম্পন্ন হলে মাগুরার সাথে বিভিন্ন জেলার রেল যোগাযোগ সহজতর হবে।