মাগুরানিউজ.কমঃ
গতকাল বৃহস্পতিবার দিনভর প্রবল বৃষ্টি ছিল। সেই বৃষ্টির মধ্যেও মাগুরা জেলার প্রতিযোগীরা মেতে উঠেছিল আই-জেন আসরের আনন্দে।
শহরের একটি কমিউনিটি সেন্টারে জেলার ১৬টি বিদ্যালয়ের ১৩২ জন শিক্ষার্থী প্রতিযোগিতায় অংশ নেয়। এর আগে সকাল সাড়ে নয়টায় জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে প্রতিযোগিতা শুরু হয়। এতে মাগুরা সরকারি উচ্চবিদ্যালয় বিজয়ী হয়।
আঞ্চলিক পর্যায়ের প্রতিযোগিতার জন্য এই বিদ্যালয়ের নির্বাচিত পাঁচ প্রতিযোগী হলো: মো. মুস্তাকিম ইসলাম তামিম, সুজয় কুমার দাশ, মো. আল হাসিব পান্থ, শাদমান সাকিব ইফতি ও তানভীর রেজা।
বিচারক ছিলেন মাগুরা সরকারি মহিলা কলেজের সহকারী অধ্যাপক কাজী শামসুজ্জামান কল্লোল।
ছবিতে প্রথম আলো ও গ্রামিণফোনের আই-জেন প্রতিযোগিতায় মাগুরার আই-জেন বিজয়ী মাগুরা সরকারি উচ্চ বালক বিদ্যালয়ের ছাত্ররা।