মাগুরানিউজ.কমঃ
মাগুরার মহম্মদপুরে বন্যা ও অতিবৃষ্টির কারণে ক্ষতিগ্রস্থ ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের রবি মৌসুমে ভূট্টা, সরিষা ও বিটি বেগুন এবং পরবর্ত্তী খরিপ- ১ মৌসুমে মুগ ও তিল ফসল উৎপাদনে প্রণোদণা কার্যক্রম বৃহস্পতিবার সকালে উদ্বোধন করা হয়েছে।
নবাগত উপজেলা নির্বাহী অফিসার জনাব মুহম্মদ সাদিকুর রহমান প্রধান অতিথি হিসেবে উপস্হিত থেকে বিতরণ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্ধোধন করেন।
এসময় উপস্হিত ছিলেন কৃষি অফিসার মোঃ আতিকুল ইসলাম, উপজেলা নির্বাচন অফিসার মোঃ আবু দাউদ প্রমুখ।
উপজেলা প্রশাসন ও উপজেলা কৃষি অফিসের আয়োজনে উপজেলার মোট ৩৮০ জন কৃষককে ডিএপি ২০ কেজি পটাশ সার ১০ কেজি, ভূটার ক্ষেত্রে ২ কেজি ও সরিষার ক্ষেত্রে ১ কেজি বীজ বিতরণ করা হয়।