মাগুরার শ্রীপুরে আজ শুক্রবার জাতীয় কন্যা শিশু দিবস উপলক্ষে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।
উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে এ উপলক্ষে উপজেলা পরিষদের সামনে অনুষ্ঠিত মানববন্ধনে উপস্থিত ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান নারগিস সুলতানা, শ্রীপুর প্রেসক্লাবের সভাপতি সহকারী অধ্যাপক মুসাফির নজরুল, সদর ইউপি চেয়ারম্যান মশিয়ার রহমান, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা তাহমিনা আফরোজ, শ্রীপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাফিজুর রহমান, উপজেলা মত্স্য অফিসার (ভারপ্রাপ্ত) ফারুক মহলদার, সহকারী শিক্ষা অফিসার সবিতা রানী ভদ্র প্রমুখ।
মানববন্ধনে উপজেলার বিভিন্ন বিদ্যালয়ের ছাত্রী ও মহিলা অভিভাবকগণ অংশ নেন।