মাগুরানিউজ.কমঃ
উইম্বলডনে পুরুষদের এককে শিরোপা জিতেছেন সার্বিয়ার নোভাক জোকোভিচ।
এক উত্তেজনাপূর্ণ ফাইনালে নোভাক জোকোভিচ আজ সুইস রজার ফেদেরারের বিরুদ্ধে ৭-৬, ৬-৭,৬-৪. ৬-৩ সেটে বিজয়ী হয়েছেন।
এ নিয়ে নোভাক জোকোভিচ পর পর তিনবার উইম্বলডন পুরুষদের এককে শিরোপা জিতলেন। এটি তার নবম গ্র্যান্ড স্ল্যাম শিরোপা।
প্রথম সেটে নোভাক জিতলেও দ্বিতীয় সেটে তীব্র লড়াই করে জয়ী হন সাত বারের উইম্বলডন চ্যাম্পিয়ন রজার ফেদেরার।
কিন্তু এর পরের দুটি সেটে নোভাক জোকোভিচ – যিনি বিশ্ব র্যাংকিংএও এখন এক নম্বর খেলোয়াড় – রজার ফেদেরারকে আর লড়াইয়ে ফিরে আসার সুযোগ দেন নি।


