মাগুরানিউজ.কমঃ
শনিবার টি-টোয়েন্টি ম্যাচে মুখোমুখি হয় ভারত ও নিউজিল্যান্ড নারী ক্রিকেট দল। ম্যাচে প্রথমে ব্যাট করে ১৯.৫ ওভারে সবকটি উইকেট হারিয়ে ১২৫ রান করে ভারতের মেয়েরা।
জবাবে মাত্র ১২.৩ ওভারে মাত্র ২ উইকেট হারিয়ে জয় নিশ্চিত করে কিউই মেয়েরা। ব্যাট হাতে ঝড় তোলেন নিউজিল্যান্ডের অধিনায়ক সফি দেভিনি। যে ঝড়ে ভেঙে ফেলেন প্রমীলা ক্রিকেটের ইতিহাসে সবচেয়ে দ্রুততম হাফ সেঞ্চুরির রেকর্ড।
দেভিনি ২২ মিনিট ক্রিজে থেকে মাত্র ২২ বলে ৭০ রান করেন। স্ট্রাইক রেট ছিল ৩১৮.১৮! এই রান করতে তিনি ৮টা ছক্কা ও ৫টা চার হাঁকান। ১৮ বলে হাফ সেঞ্চুরি তুলে নিয়ে প্রমীলা ক্রিকেট ইতিহাসের সবচেয়ে দ্রুততম হাফ সেঞ্চুরির মালিক হয়ে যান দেভিনি।
এর আগের দ্রুততম হাফ সেঞ্চুরিটি ছিল ২২ বলে, যা করেছিলেন ওয়েস্ট ইন্ডিজের নারী ক্রিকেটার দিয়ান্দ্রা দোত্তিন।


