মাগুরানিউজ.কমঃ
ক্রিকেট বিশ্বে সাকিব আল হাসান মানেই নতুন কিছু। ক্রিকেটের তিন ফরম্যাটের সেরা এই অলরাউন্ডার নতুন এক চমক দেখানোর অপেক্ষায়।
আন্তর্জাতিক ক্রিকেটে ৮ হাজার রান ও ৪০০ উইকেট নেওয়ার অনন্য কীর্তির সামনে দাঁড়িয়ে সাকিব আল হাসান। শতবছরের ক্রিকেট ইতিহাসে এই কীর্তি গড়েছেন মাত্র পাঁচজন ক্রিকেটার।
ষষ্ঠ ক্রিকেটার হিসেবে এলিট ক্লাবে যোগ দিতে সাকিব আল হাসানের প্রয়োজন ৩৪ রান ও ১১ উইকেট। বর্তমানে তিন ফরম্যাটের ক্রিকেটে সাকিবের রান ৭৯৬৬। উইকেট ৩৮৯টি।
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ঘরের মাঠেই সাকিব এই কৃতিত্ব দেখাতে পারেন। এখনো দুটি ওয়ানডে ও দুটি টেস্ট খেলবে বাংলাদেশ। সবকিছু ঠিক থাকলে সবকটি ম্যাচেই খেলবেন বাঁহাতি এই অলরাউন্ডার।
আন্তর্জাতিক ক্রিকেটে এখন পর্যন্ত ৮ হাজার রান ও ৪০০ উইকেট নিয়েছেন যারা- দক্ষিণ আফ্রিকার জ্যাক ক্যালিস (২৫৫৩৪ রান ও ৫৭৭ উইকেট), শ্রীলঙ্কার সনাৎ জয়সুরিয়া (২১০৩২ রান ও ৪৪০ উইকেট), পাকিস্তানের শহীদ আফ্রিদি (১০৯৪৫ রান ও ৫২৫ উইকেট), ভারতের কপিল দেব (৯০৩১ রান ও ৬৮৭ উইকেট), দক্ষিণ আফ্রিকার ক্রিজ কেয়ার্নস (৮২৭৩ রান ও ৪২০ উইকেট)।


