মাগুরানিউজ.কমঃ মাগুরাতে বিকালেই সন্ধা নেমেছে। অঝোর ধারায় ঝরছে বৃষ্টি। বিরামহীন বৃষ্টিতে নাজেহাল শহরবাসী। তিনগুন ভাড়ায়ও মিলছেনা রিক্সা অটো।
এদিকে টানা বৃষ্টিতে জলমগ্ন মাগুরা শহর। গতকালের রাতভর বৃষ্টিতে পানি জমে যায় শহরের বেশিরভাগ এলাকায়। আজ সারাদিন বৃষ্টি হয়েছে একটানা। এখনো চলছে বিরামহীন বৃষ্টি।
বুধবার বিকেল থেকে শুরু হওয়া একটানা বৃষ্টিতে মাগুরায় কৃষি ও মৎস্য চাষে ব্যাপক ক্ষয় ক্ষতি হয়েছে। বৃষ্টিতে জেলার নিম্নাঞ্চল প্লাবিত হয়ে জন দুর্ভোগ সৃষ্টি হয়েছে।
পর্যাপ্ত ড্রেনেজ ব্যবস্থা না থাকায় বৃষ্টিতে শহরের কলেজপাড়া, কাউন্সিলপাড়া, সাহাপাড়া, নান্দুয়ালী, পারনান্দুয়ালী, ভিটাসাইড়সহ বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা দেখা দিয়েছে। এসব এলাকার রাস্তা-ঘাট ডুবে গিয়ে চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে।
মাগুরার জেলা প্রশাসক (ডিসি) মাহবুবর রহমান ‘মাগুরানিউজ’কে জানান, প্রশাসনের পক্ষ থেকে ক্ষয়ক্ষতির পরিমাণ নিরুপন করে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।


