মাগুরানিউজ.কমঃ
কয়েক দিনের বৃষ্টিতে মাগুরায় নবগঙ্গা নদীতে বেড়েছে পানি। বর্ষার আগেই অনেকটা উৎসবের মতো করে মাছ ধরতে নেমেছে নদী তীরের মানুষেরা। ধরাও পড়ছে ছোট-বড় মাছ। বাদ পরছেনা সচ্ছল গৃহস্থরাও। নবগঙ্গা নদীতে নতুন পানিতে মাছ শিকার উৎসবের পরিবেশ পেয়েছে।


