মাগুরানিউজ.কমঃ
মাগুরাতে ঈদ-উল-ফিতর আনন্দময়, সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে উদযাপন করার লক্ষে সোমবার দুপুরে মাগুরা জেলা আইন শৃঙ্খলা কমিটির বিশেষ সভা অনুষ্ঠিত হয়েছে। মাগুরা কালেক্টরেট ভবনের সম্মেলন কক্ষে জেলা প্রশাসন এ সভার আয়োজন করে।
সভায় আসন্ন ঈদ উপলক্ষে মাগুরার সড়ক মহাসড়ক যানজট মুক্ত রাখা, নিরাপত্তা টহল বাড়ানোর নির্দেশ দেয়া হয়। এছাড়া জাল নোট সম্পর্কে জনসচেতনতা সৃষ্টিমূলক প্রচারের উপর গুরুত্বারোপ করা হয়।
জেলা প্রশাসক মুহম্মদ মুহ. মাহবুবুর রহমানের সভাপতিত্বে সভায় মূল বক্তব্য উপস্থাপন করেন পুলিশ সুপার একেএম এহসান উল্লাহ।
এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, আনসার-ভিডিপির জেলা কমান্ডেন্ট আব্দুল মজিদ, জেলা তথ্য অফিসার রেজাউল ইসলাম প্রমুখ। এছাড়া জেলা পর্যায়ের সরকারি-বেসরকারি কর্মকর্তা ও জনপ্রতিনিধিরা এ সভায় উপস্থিত ছিলেন।


