মাগুরানিউজ.কমঃ
বৃষ্টি সরে রোদ উঠেছে। তবু মাগুরার কলেজপাড়ার বেশিরভাগ জায়গায় এখনও পানির ভেতরে। কলেজপাড়াবাসীর প্রশ্ন একটাই। প্রতি বর্ষায় কেন পানিতে ডোবে কলেজপাড়া?
কার্যত ঘরবন্দি কলেজ পাড়ার বাসিন্দারা। তবে নিতান্তই যাঁদের বের হতে হয়েছে দুর্ভোগের শিকার হয়েছেন তাঁরাই। কলেজপাড়ার নিচু জায়গা ও রাস্তাগুলো এখনও জলমগ্ন। জায়গায় জায়গায় পড়ে রয়েছে ইট। ঠিকমতো চলছেনা অটো কিংবা রিকশাও। বিঘ্নিত হয়েছে চলাচল। ভোগান্তির শিকার কলেজপাড়ার বাসিন্দারা।
পর্যাপ্ত ড্রেনেজ ব্যবস্থা না থাকায় বৃষ্টিতে শহরের কলেজপাড়া, কাউন্সিলপাড়া, সাহাপাড়া, নান্দুয়ালী, পারনান্দুয়ালী, ভিটাসাইড়সহ বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা দেখা দিয়েছে। এসব এলাকার রাস্তা-ঘাট ডুবে গিয়ে চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে।
ছবিতে কলেজ পাড়া।




