মাগুরানিউজ.কমঃ
মাগুরা শহর থেকে শহরতলীর পারনান্দুয়ালী গ্রামে যাতায়াত সহজ করার জন্য নবগঙ্গা নদীর উপর নির্মান করা হয়েছিলো বাংলাদেশের সর্ববৃহৎ ‘মাগুরা টু পারনান্দুয়ালী’ বাঁশের সাঁকোটি। সম্প্রতি এক সন্ধায় ইফতারের আগ মুহূর্তে নবগঙ্গা নদী গর্ভে বিলীন হয়ে গেছে ব্রিজটি। বেশ কয়েক বছর ধরেই এমন ঘটছে। এলাকাবাসর দাবি ছিলো একটি পাকা ব্রিজ।
এবার পারনান্দুয়ালী গ্রামবাসীর স্বপ্ন পুরন হতে চলেছে। এবার তৈরী হবে সরকারী পাকা ব্রিজ।
প্রায় ১১ কোটি টাকা ব্যয়ে ব্রিজ নির্মানের টেন্ডার হয়ে গেছে। ঠিকাদার ঝিনাইদহের। পানি এবং স্রোত কমলেই হবে ছবির এইখানে স্বপ্নের সেই ব্রীজ! তৈরী হবে।
নিঃসন্দেহে মাগুরার পারনান্দুয়ালী গ্রামবাসিদের জন্য অতি সুখবর এই ব্রিজ। আর এতে মাগুরা শহরও বড় হবে অনেকটাই।


