মাগুরানিউজ.কমঃ প্রবল বৃষ্টির জেরে বানভাসি মাগুরার কলেজপাড়া। কার্যত ঘরবন্দি শহরের মানুষ। তবে নিতান্তই যাঁদের বের হতে হয়েছে দুর্ভোগের শিকার হয়েছেন তাঁরাই। শহরের নিচু জায়গা ও রাস্তাগুলো এখন জলমগ্ন। জায়গায় জায়গায় পড়ে রয়েছে ইট। চলছেনা অটো-রিকশাও। বিঘ্নিত হয়েছে চলাচল। ভোগান্তির শিকার কলেজপাড়ার বাসিন্দারা।
আজ সকাল থেকে এ পর্যন্ত শুধু কলেজপাড়াতেই শতাধিক ছোটখাটো দূর্ঘটনার খবর পাওয়া গেছে। সংখ্যাটি বেশি মনে হচ্ছে? আসলে এমনটাই ঘটেছে। এ এলাকার রাস্তার অধিকাংশ ড্রেনেই ঠিকমতো ঢাকনি নেই এবং সম্পুর্ন রাস্তায় একেবারে চুড়ান্ত ভাঙ্গাচোরা। কোন এক অজ্ঞাত কারনে এই এলাকাবাসি ভোগান্তি থেকে মুক্তি পাচ্ছেননা।
যদিও পৌর মেয়রের দাবি, শহরের মধ্যে জল নেমে গিয়েছে, কয়েকটি এলাকায় বিক্ষিপ্ত ভাবে পানি জমে রয়েছে। জমা পানিও যাতে তাড়াতাড়ি নেমে যায় তার জন্য পৌরসভার কর্মীরা জোরকদমে কাজে নেমেছেন বলে দাবি তাঁর।
তবে মেয়র যাই দাবি করুন না কেন এই বৃষ্টি আরও একবার মাগুরা শহরের নিকাশি ব্যবস্থা নিয়ে প্রশ্ন তুলে দিল।


