মাগুরানিউজ.কমঃ বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের ফলে বুধবার বিকেল থেকে শুরু হওয়া একটানা বৃষ্টিতে মাগুরায় কৃষি ও মৎস্য চাষে ব্যাপক ক্ষয় ক্ষতি হয়েছে। বৃষ্টিতে জেলার নিম্নাঞ্চল প্লাবিত হয়ে জন দুর্ভোগ সৃষ্টি হয়েছে। টানা বৃষ্টিতে ভেসে যাচ্ছে পুকুর-ঘেরের মাছ।
জেলা কৃষি অফিসার পার্থ প্রতিম সাহা মাগুরানিউজকে জানান, শুক্রবার দুপুর পর্যন্ত বৃষ্টিতে জেলার ৪ উপজেলায় ১১ হাজার ৮৫৫ হেক্টর জমির মধ্যে ৩১০ হেক্টর রোপা আমন, ১ হাজার ৫শ’ হেক্টর আউশ, ৪৫০ হেক্টর বোনা আমন, ৭৫০ হেক্টর শাক সবজি ও ৩৮০ হেক্টর মরিচের ক্ষেত ক্ষতিগ্রস্ত হয়েছে।
অনেক এলাকায় ধানের ছোট চাড়া (পাতো) তলিয়ে গেছে। ২/১ দিনের মধ্যে বৃষ্টি থেমে পানি বের হয়ে না গেলে ব্যাপক ক্ষতির আশঙ্কা করছেন কৃষকরা।
এদিকে অতি বৃষ্টিতে জলাশয়গুলো ভেসে গিয়ে মাছ চাষিরা ক্ষতিগ্রস্ত হয়েছেন। অনেকেই জাল দিয়ে মাছ ঠেকানোর চেষ্টা করছেন।
পর্যাপ্ত ড্রেনেজ ব্যবস্থা না থাকায় বৃষ্টিতে শহরের কলেজপাড়া, কাউন্সিলপাড়া, সাহাপাড়া, নান্দুয়ালী, পারনান্দুয়ালী, ভিটাসাইড়সহ বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা দেখা দিয়েছে। এসব এলাকার রাস্তা-ঘাট ডুবে গিয়ে চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে।
মাগুরার জেলা প্রশাসক (ডিসি) মাহবুবর রহমান মাগুরানিউজকে জানান, প্রশাসনের পক্ষ থেকে ক্ষয়ক্ষতির পরিমাণ নিরুপন করে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।



