মাগুরানিউজ.কমঃ টানা বৃষ্টিতে জলমগ্ন মাগুরা। গতকালের পর রাতভর বৃষ্টিতে জল জমে যায় শহরের বেশিরভাগ এলাকায়। রাতভর বৃষ্টি হয়েছে একটানা। এখনো চলছে বিরামহীন বৃষ্টি। শহরের কলেজপাড়া পুরোপুরি জলের তলে, সর্বত্রই হাটুপানি। ঝুকিপূর্ন রাস্তা পানিতে ঢেকে যাওযায় দূর্ঘটনা ঘটছেই।
আজ সকাল থেকে এ পর্যন্ত শুধু কলেজপাড়াতেই শতাধিক ছোটখাটো দূর্ঘটনার খবর পাওয়া গেছে। সংখ্যাটি বেশি মনে হচ্ছে? আসলে এমনটাই ঘটেছে। এ এলাকার রাস্তার অধিকাংশ ড্রেনেই ঠিকমতো ঢাকনি নেই এবং সম্পুর্ন রাস্তায় একেবারে চুড়ান্ত ভাঙ্গাচোরা। কোন এক অজ্ঞাত কারনে এই এলাকাবাসি রাস্তার ভোগান্তি থেকে মুক্তি পাচ্ছেননা।
শহরের হাজী সাহেব রোড পুরোপুরি জলের তলাতে। সরকারি বালক বিদ্যালয়, আদর্শ কলেজ পরোপুরি জলমগ্ন। নিচু সব এলাকায় জল দাঁড়িয়ে গেছে। জল জমেছে নিজনান্দুয়লীর বিস্তীর্ণ এলাকায়। খাল ও সংলগ্ন ড্রেন যে পরিমাণ জল টানতে পারে তুলনায় অনেক বেশি বৃষ্টি হওয়ায় পরিস্থিতি আরও খারাপ হয়েছে। প্রতিবারের মত এবারও বর্ষায় চেনা জলছবি শহরের নিকাশি ব্যবস্থা নিয়ে প্রশ্ন উঠেছে।


