মাগুরানিউজ.কমঃ
ফাইল ফটো।
গুজব নয়, সতর্ক থাকুন। গুজবে কান না দিয়ে সবাইকে সচেতন এবং সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন মাগুরার সুযোগ্য পুলিশ সুপার জনাব একেএম এহসানউল্লাহ। তিনি বলেন, “গুজবে কান না দিয়ে আসুন আমরা সবাই সচেতন হই। গুজব প্রচারকারীদের প্রতিহত করি। সবাই সতর্ক থাকলে দুস্কৃতিকারিরা কোন অপরাধ করার সুযোগ পাবেনা। তাই চোঁখ কান খোলা রেখে সতর্কতার সাথে চলুন। কোন অসংগতি দেখলে পুলিশকে জানান।”
গত কয়েকদিন ধরে মাগুরা জেলার বিভিন্ন জায়গা থেকে খবর পাওয়া যাচ্ছে চুরি,ডাকাতি সহ দূর্বৃত্তদের নারী অপহরন ও নির্যাতনের কথা। নির্ভরযোগ্য তথ্য না থাকলেও নানান এলাকায় অনেকটা মহামারি আকারে ছড়িয়ে পরেছে নানা গুজব ।
মাগুরার মহম্মদপুরের বিভিন্ন গ্রাম থেকে সংবাদকর্মীদের কাছে রাত-দিন ফোন আসছে। উদ্বেগ উৎকন্ঠায় আছেন শহরের আত্নীয়-স্বজন এমনকি প্রবাসিরা। ডাকাতি, অপহরণ, হামলা, নারী নির্যাতন, ছেলে ধরা ও লুটসহ মুখোশধারি লোকজনের আনাগোনা ইত্যাদি নানা বিষয়ে গুজব ছড়াচ্ছে কিছু লোক।
এরকমও খবর পাওয়া গেছে কোন কোন এলাকায় মহিলা,মেয়েরা আতংকিত হয়ে পুকুর,নদীতে গোসল করা ছেড়ে ঘরে বন্দী জীবন যাপন করছেন। এমনকি রাতে সেহেরির রান্নাটাও করছেন না।
আইন-শৃংঙ্খলা সংশ্লিষ্ট ব্যক্তিরা বিষয়টি দ্রুত খোঁজ-খবর নিচ্ছেন। এখন পর্যন্ত কোন ভূক্তভোগি চিহ্নিত করা যায় নি। স্রেফ গুজব পাখা মেলছে। তারপরও যে কোন সময় যে কোন ঘটনা ঘটতে পারে। সবসয় সতর্ক থাকুন।
মাগুরার জেলা প্রশাসক এবং জেলা পুলিশ সুপারের দৃষ্টি আকর্ষন করে জেলার বিশিষ্ঠ ব্যক্তিরা দ্রুত এ বিষয়টির প্রকৃত রহস্য উম্মোচন পাশাপাশি সবাইকে সতর্ক থাকার বার্তা প্রচারের জন্যেও অনুরোধ জানিয়েছেন।
এ জন্য আতঙ্ক নয় সতর্কতা জরুরী। এলাকায় কোন অপরিচিত লোক দেখলে পরিচয় জেনে নেওয়ার চেষ্টা করুন। আইন-শৃঙ্খলা রক্ষায় সন্দেহজনক বা অচেনা আগুন্তককে মারপিট না করে আটক করে আইন প্রয়োগকারী সংস্থার কাছে সোপর্দের কথা জানালেন মাগুরার পুলিশ সুপার একেএম এহসানউল্লাহ।
প্রয়োজনে পুলিশের সাথে যোগাযোগ করার পরামর্শ দিয়েছেন পুলিশ সুপার।

