মাগুরানিউজ.কমঃ
চাদউইক ওয়ালটন ও ক্রিস গেইলের ব্যাটিং দৃঢ়তায় জয় পেয়েছে জ্যামাইকা। ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে বুধবার মুখোমুখি হয় জ্যামাইকা ও সেন্ট লুসিয়া। টসে হেরে প্রথমে ব্যাট করতে নামে সেন্ট লুসিয়া। কেভিন পিটারসেনের ৫৭ বলে ৬ চার ও ৪ ছক্কায় করা ৮৩ রানে ভর করে নির্ধারিত ২০ ওভারে ১৫৮ রানের সংগ্রহ পায় সেন্ট লুসিয়া।
১৫৯ রানের জয়ের লক্ষ্যে ব্যাট করতে নেমে মাত্র ১ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায় জ্যামাইকা। উদ্বোধনী জুটিতে চাদউইক ওয়ালটন ও ক্রিস গেইল মিলে ১১৯ রান তোলেন। এরপর ব্যক্তিগত ৭৬ রানে ওয়ালটন আউট হলেও গেইল শেষ পর্যন্ত ম্যাচ জিতিয়ে মাঠ ছাড়েন। মারকুটে এই ব্যাটসম্যান অপরাজিত থাকেন ৬৪ রানে। যার মধ্যে ৩টি চার ও ৫টি ছক্কার মার ছিল।
চাদউইক ওয়ালটন ৪৮ বলে ৯চার ও ৩ ছক্কার বিনিময়ে ৭৬ রানের ইনিংস খেলেন। ম্যাচ সেরার পুরস্কারটিও উঠেছে ওয়ালটনের হাতে।


