মাগুরানিউজ.কমঃ
মাগুরা শহরের সাহাপাড়ার একটি পুকুর থেকে বাবলু সাহা (৪২) নামে এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (৮ জুলাই) সকাল ১০টার দিকে মৃতদেহটি উদ্ধার করা হয়।
বাবলু ওই এলাকার রামাপদ সাহার ছেলে।
মাগুরা সদর থানার উপ-পরিদর্শক (এসআই) মিঠুন বালা জানান, মঙ্গলবার সন্ধ্যার পর গোসল করার কথা বলে বাড়ি থেকে বের হয়ে আর ফেরেননি বাবলু। অনেক খোঁজাখুঁজির পর বুধবার সকালে বাড়ির পাশের একটি পুকুরে তার মৃতদেহ পাওয়া যায়।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মাগুরা সদর হাসপাতাল মর্গে পাঠায়।
এ ঘটনায় মাগুরা সদর থানায় একটি মামলা হয়েছে বলেও জানান তিনি।
এদিকে, বাবলু মাদকাসক্ত ছিলেন বলে তার পারিবারিক সূত্রে জানা গেছে।


