মাগুরানিউজ.কমঃ
কি করব? সাউথ আফ্রিকাকে ক্রিকেটে হারানোটা সেলিব্রেট করব নাকি একটা ১৩ বছরের বাচ্চাকে ইলেকট্রিক পোলের সাথে বেধে পিটিয়ে মেরে ফেলার ভিডিও দেখে আমাদের মনুষ্যত্বের সমাপ্তির জন্য নিজেদের উপর থুথু ছিটাবো।
ভিডিওটা পুরোটা দেখার সাহস হয়নি। মাগুরানিউজে এ নিয়ে কি লিখব তাও বুঝে উঠতে পারছিলাম না। চুপ করে বসে ছিলাম।
সেই খুনিগুলোর বিচার চাওয়ার জন্য গলা ফাটাবো? কি হবে? কপাল ভাল থাকলে একবার ফাঁসি হবে সর্বোচ্চ? এর চাইতে বেশী কিছু কি হবে? এদের বিনা বিচারে ১০ বার ফাঁসি দিলেও মনুষ্যত্বের অপমানের এক ফোটা কমে যাবে না। এটাই তো প্রথম ছিল না এমন ঘটনা। আগেও হয়েছে। পরেও হবে।
কি করা যায়? কি করব! আমাদের কাছে কোন কিছু বলার বা করার ভাষা নেই এই মুহুর্তে। আপনাদের কাছে আছে কি?
শুধু একটা ব্যাপারই বুঝতে পারলাম – এদেশে মানুষ মারা অনেকটা পিপড়া মারার মতই। যার শিকার একদিন আমরা – আপনারা – সবাই হতে পারি অথবা হচ্ছি।
১৩ বছরের একটি শিশুকে বেধে পিটিয়ে মেরে ফেলা আর মরার আগে বাচাটির এক গ্লাস পানি খেতে চাওয়া আর পানির বদলে ঘাম খেতে বলা – শুধু সেই দৃশ্যই চোখে ভাসছে।
এই মুহুর্তে আমরা বিকল – অচল। আমাদের কিছুই বলার নেই। কিছু বলতে চাই ও না। শুধু চোখে ভাসছে – পিটিয়ে মেরে ফেলা একটা বাচ্চার মরার আগে এক গ্লাস পানি চাওয়ার দৃশ্যটাই এবং এই দৃশ্য অনেকদিন চোখে ভেসে থাকবে আমাদের।


