মাগুরানিউজ.কমঃ
নদীর দুই পাড়ে উপচেপড়া দর্শক। ইঞ্জিনচালিত নৌকা এমনকি ডিঙ্গি নিয়েও নদীতে অনেক মানুষ উপস্থিত। দর্শকের টানটান উত্তেজনার মধ্যেই বাইচের নৌকার মাঝিরা হাঁক দিলেন হেঁইয়ো রে হেঁইয়ো। দর্শকদের হর্ষধ্বনি আর হাততালি বাড়তি উৎসাহ যোগালো নৌকার মাঝিদের।
নড়াইলের চিত্রা নদীতে বর্ণাঢ্য আয়োজনে এসএম সুলতান প্রানআপ নৌকা বাইচ প্রতিযোগিতা দেখতে পার্শ্ববর্তী যশোর, গোপালগঞ্জ, মাগুরা, ঝিনাইদহ, খুলনা, সাতক্ষীরা, ফরিদপুরসহ দূর-দূরান্তের দর্শনার্থীরা এসেছিলেন।
চিত্রশিল্পী এস এম সুলতানের ৯২তম জন্মজয়ন্তী উপলক্ষে বৃহস্পতিবার বিকেলে নড়াইলের চিত্রা নদীতে এই নৌকাবাইচ অনুষ্ঠিত হয়। বিকেল তিনটার দিকে নড়াইল ফেরিঘাট থেকে এ নৌকাবাইচ শুরু হয়ে শহরের এস এম সুলতান ব্রিজে এসে শেষ হয়।
ফাউন্ডেশনের সদস্য সচিব আশিকুর রহমান মিকু জানন, নৌকা বাইচ প্রতিযোগিতায় ফরিদপুর, গোপালগঞ্জ, বাগেরহাট, খুলনা, সাতক্ষীরা, মাগুরা, নড়াইলসহ বিভিন্ন জেলা থেকে পুরুষদের ২২টি এবং মহিলাদের ৫টি নৌকা অংশগ্রহণ করে। তন্মধ্যে মাগুরার ৪টি।
নড়াইলের জেলা প্রশাসক হেলাল মাহমুদ শরীফের সভাপতিত্বে সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ড. শ্রী বীরেন শিকদার এমপি।


