মাগুরানিউজ.কমঃ
শেষ বিকেলের সূর্যের নরম রঙিন আভা মাগুরার নালিয়ার বিলের পানির সঙ্গে করেছে মিতালী।বর্তমানে লাল শাপলার ফুল বিরল। নালিয়ার বিলে লাল শাপলার সমারাহ বিখ্যাত করেছে নালিয়ার বিলকে। বিলের পার্শ্ববর্তী অঞ্চলের গরীব জনসাধারনের জীবিকার একটি অন্যতম মাধ্যম এই লাল শাপলার ফুল। অনেক দুরদুরন্ত থেকে বনভোজন বা অবসর সময় কাটাতে নালিয়ার বিলে চলে আসে। অফুরন্ত বিশুদ্ধ বাতাসে ক্লান্তি দূর হয় সকল ভ্রমণকারীর।


