মাগুরানিউজ.কমঃ
মাগুরার শ্রীপুরে আজ দরিদ্র মৎস্যজীবীদের মাঝে বিনামূল্যে জাল বিতরণ করা হয়েছে। সকালে স্থানীয় উপজেলা পরিষদ মিলনায়তনে মৎস্য অধিদপ্তরের ‘অর্থনৈতিকভাবে পশ্চাৎপদ এলাকার দারিদ্র্য বিমোচন ও জীবিকা নিশ্চিতকরণ প্রকল্পে’র আওতায় উপজেলার ৪টি মৎস্যজীবী সমিতির শতাধিক সদস্যকে এ জাল বিতরণ করা হয়।
উপজেলা মৎস্য কর্মকর্তা আক্তার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা মৎস্য কর্মকর্তা চন্দ্র শেখর নন্দী।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আশরাফুল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নূর-এ-শেফা, শ্রীপুর প্রেসক্লাবের সভাপতি মুসাফির নজরুল, সহকারি মৎস্য কর্মকর্তা ফারুক মহালদার।


