মুজিব বর্ষ উপলক্ষে শালিখায় পাঁচ শতাধিক হতদরিদ্রকে বিনামূল্যে চিকিৎসা দিয়েছেন মানবপ্রেমী সজল কুমার বিশ্বাস। Magura news

মনিরুল ইসলাম,  বিশেষ প্রতিবেদক- 

মুজিব জন্মশতবর্ষ ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে পাঁচ শতাধিক হতদরিদ্র মানুষ কে বিনামূল্যে চিকিৎসা সেবা দিয়েছেন মাগুরার শালিখা উপজেলার পোড়াগাছি গ্রামের শ্রেয়ান ফার্মেসির স্বতাধিকারী সজল কুমার বিশ্বাস। ছোটবেলা থেকেই মানুষের প্রতি সৌহার্দ্যপূর্ণ ও পরোপকারী মনোভাব ছিল বলে জানান এলাকাবাসী। স্থানীয় একাধিক লোককে জিজ্ঞাসা করলে তারা বলেন, করোনা প্রতিরোধে মাস্ক, থার্মোমিটার, খাবার স্যালাইন, হ্যান্ড স্যানিটাইজার সহ বিভিন্ন উপকারী জিনিস বিতরণ করেছেন পাশাপাশি যেকোনো সময় মানুষের বিপদে পাশে দাঁড়িয়েছেন তিনি। এমনই একজন উপকারভোগী রুনা আক্তার বলেন, কিছুদিন আগে আমার বাবা (আশরাফ খান) মারা গেলে লোকজন করোনা হয়েছে ভেবে কেউ তার পাশে যায়নি কিন্তু সজল দাদাকে দেখেছে সার্বক্ষণিক আমার বাবার পাশে থাকতে যা সত্যিই বিরল দৃষ্টান্ত। নিজ প্রাণের মায়া ত্যাগ করে মানুষের পাশে দাঁড়ান কেন ? এমন প্রশ্নের জবাবে সজল কুমার বিশ্বাস বলেন, ২০০৮ সালে আমি সরকারি রাজেন্দ্র কলেজ ফরিদপুরে মাস্টার্স এ পড়াশোনা করতাম তখন সেখানে একটি সমাবেশে বর্তমান প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা শিক্ষার্থীদের উদ্দেশ্য করে বলেছিলেন, তোমরা পড়াশোনার পাশাপাশি মানুষের সেবা করবে যা একটি মহৎ গুণ। মূলত সেই কথায় উদ্ভুদ্ধ হয়েই আমি মানব সেবায় নিজেকে নিবেদিত রাখার চেষ্টা করি। তিনি আরো বলেন, করোনা প্রাদুর্ভাবের শুরু থেকেই আমি এ সেবা কার্যক্রম চালিয়ে যাচ্ছি যা ভবিষ্যতে অব্যাহত থাকবে।

April ২০২৪
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

April ২০২৪
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
%d bloggers like this: