শ্রীপুরে সেনাবাহিনীর অভিযানে গ্রেপ্তার ২, অস্ত্র উদ্ধার

মহসিন মোল্যা, বিশেষ প্রতিবেদক-
সেনাবাহিনীর পৃথক দু’টি অভিযানে মাগুরা জেলার শ্রীপুর উপজেলা থেকে বিপুল পরিমাণ অস্ত্র ও গুলিসহ গ্রেফতার হয়েছেন সব্দালপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি শরিফুল ইসলাম সাচ্চু, আওয়ামী লীগের সাবেক এক নেতা ও একাধিক মামলার পলাতক আসামি মিজানুর রহমান টিটোকে।
সোমবার (৭ জুলাই) ভোররাতে সেনাবাহিনীর একটি বিশেষ দল শ্রীপুরের নোহাটা ও তারাউজিয়াল গ্রামে এ অভিযান পরিচালনা করে।

সেনাবাহিনী সূত্র জানায়, রাত ২টার দিকে শ্রীপুর উপজেলার নোহাটা গ্রামে প্রথম দফা অভিযানে মিজানুর রহমান টিটো (৪৮) নামের এক ব্যক্তিকে আটক করা হয়। তার কাছ থেকে উদ্ধার হয় দুটি রিভলভার, ৮ রাউন্ড গুলি এবং বেশ কিছু দেশীয় অস্ত্র। মিজানুর রহমান টিটো আওয়ামী লীগের শ্রীপুর থানা শাখার সাবেক ক্রীড়া সম্পাদক আনিচুর রহমান কনকের বড় ভাই।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দাবি, মিজানুর রহমান টিটোর বিরুদ্ধে নাশকতা ও হত্যা মামলাসহ একাধিক ফৌজদারি মামলা চলমান রয়েছে।

এর এক ঘণ্টা পর, মিজানুর রহমান টিটোর দেওয়া তথ্যের ভিত্তিতে ভোর ৩টার দিকে শ্রীপুরের তারাউজিয়াল গ্রামে দ্বিতীয় দফা অভিযান চালানো হয়। অভিযানে একটি চায়না তৈরি পিস্তল ও তিন রাউন্ড গুলিসহ মো. শরিফুল ইসলাম সাচ্চু (৩৫) নামের এক বিএনপি নেতাকে আটক করা হয়। তিনি দীর্ঘদিন ধরে অবৈধ অস্ত্র ব্যবসার সঙ্গে জড়িত বলে দাবি করেছে সেনাবাহিনী।

গ্রেফতার দুইজনকে শ্রীপুর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। পুলিশ জানিয়েছে, তাঁদের বিরুদ্ধে অস্ত্র আইনে পৃথক দুটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

ঘটনার পর শ্রীপুরে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। গ্রামে অস্ত্রধারীদের অবস্থান এবং রাজনৈতিক ছত্রছায়ায় থেকে এতদিন ধরাছোঁয়ার বাইরে থাকার অভিযোগে আতঙ্ক ছড়িয়ে পড়েছে সাধারণ মানুষের মধ্যে।

স্থানীয় প্রশাসন জানিয়েছে, সন্ত্রাস দমন ও অবৈধ অস্ত্র উদ্ধারে অভিযান অব্যাহত থাকবে। সেনাবাহিনী ও পুলিশের এই যৌথ উদ্যোগ ভবিষ্যতেও চলবে বলে জানিয়েছেন এক দায়িত্বশীল কর্মকর্তা।

September ২০২৫
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৫
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
%d bloggers like this: